ভোলা নর্থ-২ এ গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৩, ১০:৩১ পিএম

ভোলা নর্থ-২ এ গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) মালিকানাধীন ভোলা নর্থ-২ এ এপ্রাইজাল কূপে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এখান থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব বলে জানা গেছে।

সোমবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, গত ৫ ডিসেম্বর ভোলা নর্থ-২ এর কূপখনন কার্যক্রম শুরু হয়। ৩ হাজার ৪শ' ২৮ মিটার গভীরতায় সফলভাবে এর খনন কার্যক্রম শেষ হয় ১৭ জানুয়ারি। সোমবার এ কূপে গ্যাস আবিষ্কার হয়। তবে চূড়ান্ত প্রোডাকশন টেস্টিং শেষে এ কূপ হতে গ্যাস উৎপাদন হার নির্ণয় করা হবে বলে জানান তিনি।

বাপেক্সেরে মালিকানাধীন এই গ্যাসক্ষেত্রে এটি দ্বিতীয় কূপ। এর আগে ২০১৮ সালে ভোলা নর্থ-১ কূপে গ্যাস পাওয়া যায়।

প্রসঙ্গত, অবকাঠামো থাকা সত্ত্বেও ভোলা নর্থ গ্যাসক্ষেত্র থেকে আপাতত গ্যাস তোলা হচ্ছে না। তবে  জ্বালানি সংকটের সময় এই গ্যাস সিএনজি আকারে ঢাকাসহ দেশের অন্য অঞ্চলে সরবরাহের পরিকল্পনা নিয়ে কাজ করছে জ্বালানি বিভাগ।

Link copied!