মঙ্গল শোভাযাত্রায় হুমকি দিয়ে চিরকুট, থানায় জিডি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১২, ২০২৩, ০৪:৪৭ পিএম

মঙ্গল শোভাযাত্রায় হুমকি দিয়ে চিরকুট, থানায় জিডি

বাঙালি জাতির অন্যতম উৎসব-পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখকে কেন্দ্র করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা জুড়ে  চলছে মঙ্গল শোভাযাত্রা ব্যাপক আয়োজন।

তবে মঙ্গল শোভাযাত্রাকে ‘দাজ্জাল বাহিনী’ ও ‘শিরকের কাজ’ উল্লেখ করে হামলার হুমকি দিয়ে চিরকুট পাঠানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এক শিক্ষার্থীর কাছে। এ ঘটনায় আবতাহী রহমান (২৫) নামে এক শিক্ষার্থী রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ১৫২৭।

সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর মোহাম্মদ।

জিডিতে বলা হয়, অভিযোগকারীর নাম আবতাহী রহমান। তিনি শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা উপলক্ষ্যে গঠিত অর্থ ও নিরাপত্তা কমিটির সদস্য। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে চারুকলা অনুষদ পশ্চিম পার্শ্বের দেয়ালে রঙের কাজ তদারকি করার সময় একটি প্লাস্টিক চেয়ারের ওপর সাদা কাগজে একটি পঞ্চাশ টাকার নোট পাই। ওই কাগজে লেখা ছিল- ‘শোভাযাত্রা’ কাজটা ‘শিরকের’ এখানে এসে ক্ষতি করোনো তোমাদের। হামলা হতে পারে এনিটাইম। ওইদিনের ‘দাজ্জালি বাহিনী’ পাবে না টের মোদের।

শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন,“জ্বি একটি জিডি হয়েছে।  আমরা জনগণকে সুরক্ষা দিতে প্রস্তুত আছি।”

Link copied!