মন্দিরে হামলায় আহত একজনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২২, ২০২১, ১১:২৬ এএম

মন্দিরে হামলায় আহত একজনের মৃত্যু

কুমিল্লায় মন্দিরে দুর্বৃত্তদের হামলায় আহত এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম দিলীপ দাস (৭৫)। তিনি গত ১৩ অক্টোবর থেকে ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে দিলীপ দাসের মৃত্যু হয় জানিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, ‘তিনি কুমিল্লার মন্দিরে হামলার ঘটনায় আহত হয়েছিলেন।’

কুমিল্লা শহরে নানুয়া দীঘির পাড়ে একটি পূজামণ্ডপে কুরআন অবমাননার কথিত অভিযোগে গত ১৩ অক্টোবর ওই শহরে আটটি মন্দির ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছিল।

ওই ঘটনার জের ধরে পরে চাঁদপুর, নোয়াখালী, ফেনীসহ কয়েকটি জেলায়ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়। নোয়াখালীতে হামলায় হিন্দু সম্প্রদায়ের দুজন মারা যান।

এছাড়া চাঁদপুরে মন্দিরে হামলাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত হন পাঁচজন। সব মিলিয়ে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতায় মোট আটজন নিহত হল।

এসব ঘটনায় সারাদেশে মোট ৭২টি মামলা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ৪৫০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

Link copied!