মন্দিরের পুকুর থেকে ইসকনভক্তের লাশ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৬, ২০২১, ০৪:৫৮ পিএম

মন্দিরের পুকুর থেকে ইসকনভক্তের লাশ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে এক মন্দিরসংলগ্ন পুকুর থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম প্রান্ত চন্দ্র দাস (২৬)। শনিবার (১৬ অক্টোবর) সকাল ৬ টার দিকে মন্দিরসংলগ্ন পুকুরে তার লাশ ভেসে ওঠে।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার গণমাধ্যমের কাছে প্রান্ত চন্দ্র দাসের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। প্রান্ত চন্দ্র দাস জেলার চাটখিল উপজেলার সাহাপুর এলাকার বাসিন্দা। তিনি ইসকন–ভক্ত হিসেবে পূজায় এসেছিলেন।

শুক্রবারের (১৫ অক্টোবর) হামলা-ভাঙচুরের পর শনিবার (১৬ অক্টোবর) উপজেলা প্রশাসন চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করে। সকাল ছয়টা থেকে শুরু হওয়া ১৪৪ ধারা সন্ধ্যা ছয়টা পর্যন্ত বলবৎ থাকবে।

প্রসঙ্গত, কুমিল্লার ঘটনার জের ধরে গতকাল জুমার নামাজ শেষে চৌমুহনী শহরের বিভিন্ন মসজিদ থেকে কয়েক হাজার মুসল্লি বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। তাঁরা চৌমুহনী ডিবি রোডে (ফেনী-নোয়াখালী সড়ক) এসে কিছু দোকানপাট ও ১০টি মন্দিরে হামলা-ভাঙচুর চালান। এ সময় যতন সাহা (৪২) নামের একজন মারা যান।

Link copied!