মিউজিক ভিডিওর বাউল মডেল ‘ছদ্মবেশী সিরিয়াল খুনি’

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২২, ০৬:১৫ এএম

মিউজিক ভিডিওর বাউল মডেল ‘ছদ্মবেশী সিরিয়াল খুনি’

হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি সেলিম ফকির ওরফে বাউল সেলিমকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 'ভাঙা তরী ছেঁড়া পাল' খ্যাত গানের বাউল মডেল সেলিম ফকির দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান। 

পরিচয় গোপন করতে বেশভূষা পরিবর্তন

প্রাথমিকভাবে র‌্যাব বলছে, নিজের পরিচয় গোপন করতেই বেশভূষা পরিবর্তন করে বড় চুল ও দাড়ি রাখেন সেলিম। কয়েকটি মিউজিক ভিডিওতে বাউল বেশে হাজির হয়ে তিনি পরিচিতি পান। এর মধ্যে 'ভাঙা তরী ছেঁড়া পাল’ গানটি বেশ জনপ্রিয়তাও পায়।

কমান্ডার আল মঈন বলেন, “সেলিম ফকির বিভিন্ন মাজার বা রেলস্টেশনে থাকতেন। যতটুকু আমরা জানতে পেরেছি, সেলিম অন্তত তিনটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বাউলের বেশভূষা নিয়ে বহু বছর ধরে সে নিজেকে আড়াল করে রেখেছে।”

২০ বছর ধরে মাজার স্টেশনে বসবাস

র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আনম ইমরান খান জানান, উত্তরবঙ্গের একজন সিরিয়াল কিলার সেলিম ফকির। তিনি একটি মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি। সাজা থেকে বাঁচতে নিজের পরিচয় গোপন করতে বেশভূষায় পরিবর্তন করে বড় চুল ও দাঁড়ি রাখেন। পলাতক থেকেই কখনো কখনো বাউল গান ও গানের মডেলিং করতেন।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, সেলিম ফকির নিজেকে আত্মগোপনে করতে প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে বিভিন্ন মাজার ও রেলস্টেশনে থাকতেন।

Link copied!