মুরাদ হাসানের গ্রেপ্তার ও বিচারের দাবি জানালেন রিজভী

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২১, ০৮:৫০ পিএম

মুরাদ হাসানের গ্রেপ্তার ও বিচারের দাবি জানালেন রিজভী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে পদত্যাগ পত্র জমা দেওয়া ডা. মুরাদ হাসানকে গ্রেপ্তার ও প্রচলিত আইনে তার বিচারের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

মুরাদ হাসানের বক্তব্যের বিষয় নিয়ে গতকাল(সোমবার) প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চেয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর কয়েক ঘণ্টা পরই তথ্য প্রতিমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে রিজভীর কাছে জানতে চাইলে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে মুরাদ হাসান পদত্যাগপত্র জমা দিয়েছেন আমরা দেখছি। তার বিচার করতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে।”

বিএনপির এই সিনিয়র যুগ্মমহাসচিব আরও বলেন, “তিনি (মুরাদ হাসান) যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তাকে রাজনীতি করার অযোগ্য ঘোষণা করতে হবে। তাকে সকল পর্যায়ে থেকেই সরিয়ে দিতে হবে, প্রচলিত আইনে তার বিচার করতে হবে এবং তাকে গ্রেপ্তার করতে হবে।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শিরিন সুলতানা, শামা ওবায়েদ, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ উপস্থিত ছিলেন।

Link copied!