মুহিবুল্লাহ হত্যার ঘটনায় ২ রোহিঙ্গা আটক

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২, ২০২১, ১১:১২ এএম

মুহিবুল্লাহ হত্যার ঘটনায় ২ রোহিঙ্গা আটক

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় আরো ২ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সদস্যরা। শুক্রবার (০১ অক্টোবর) মধ্যরাতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জিয়াউর রহমান ও আব্দুস সালাম। আটক দুজনকে রাতেই উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে মুহিব্বুল্লাহ হত্যার ঘটনায় এ পর্যন্ত তিনসন্দেহভাজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

এর আগে শুক্রবার (১ অক্টোবর) দুপুর ১২ টার দিকে এপিবিএন সদস্যরা মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিমকে আটক করে উখিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মুহিব্বুল্লাহ হত্যাকাণ্ডের পরপরই রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ ও এপিবিএন এর টহল বাড়ানো হয়েছে। ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানিয়েছেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।  

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে রোহিঙ্গা নেতা মুহিববুল্লাহ হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

Link copied!