মোদির সঙ্গে দেখা করলেন ক্রিকেট তারকারা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৬, ২০২১, ০৬:৪২ পিএম

মোদির সঙ্গে দেখা করলেন ক্রিকেট তারকারা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দুই দিনে সফরে ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুরে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। সেসময় দু'জন কুশল বিনিময় করেন। মোদির সঙ্গে দেখা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাকিব।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ছবি: ভারতীয় প্রধানমন্ত্রীর ফেসবুক পেইজ

ক্রিকেটার সাকিব ছাড়াও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাংলাদেশের নানা অঙ্গনের তারকারা। উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা এবং প্রমীলা ক্রিকেটার সালমা খাতুন, জাহানারা আলম, অভিনেত্রী নুসরাত ফারিহা-সহ অন্যান্য তারকারাও।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে সাকিব বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমি আশা করি তার সফর দুই দেশের জন্যই ফলপ্রসূ হবে।’

মোদির নেতৃত্বের প্রশংসা করে সাকিব আরও বলেন, ‘ভারতে তার নেতৃত্ব অসাধারণ। আমি আশা করি তিনি ভারতের উন্নতির জন্য ভবিষ্যতেও কাজ করে যাবেন এবং আমাদের সাথে ভারতের সম্পর্ক দিন দিন আরও ভালো হবে।’

Link copied!