রমজান ও ঈদ উপলক্ষ্যে বিনা পয়সায় চাল পাবে এক কোটি পরিবার: খাদ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ০১:২৪ এএম

রমজান ও ঈদ উপলক্ষ্যে বিনা পয়সায় চাল পাবে এক কোটি পরিবার: খাদ্যমন্ত্রী

আসছে রমজান ও ঈদকে ঘিরে সরকার দেশের  ১ কোটি হতদরিদ্র পরিবারকে বিনা পয়সায় ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে খাদ্যমন্ত্রীর কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, রমজানের শুরুতে ৫০ লাখ এবং রমজানের শেষে ঈদের আগে ৫০ লাখ পরিবারের মধ্যে এই চাল বিতরণ করা হবে।

সাধন চন্দ্র মজুমদার আরও জানান, ভিজিএফ কর্মসূচিতে বিনামূল্যে চাল বিতরণ করার প্রক্রিয়া আগে থেকেই চালু থাকলেও  আসছে রমজানে চড়া দ্রব্যমূল্যের কারণে মানুষকে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মৌসুমের সময় স্বাভাবিকভাবেই চালের দাম কম থাকার কথা। এবার দেশে আমনের বাম্পার ফলন হলেও চালের বাজার অস্থিতিশীল রয়েছে।  রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন কারণে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার আশায় ধান, চাল গুদামজাত করে রেখেছে। এর ফলে স্বল্প আয়ের মানুষ বিপাকে পড়েছে।

কৃষি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চলতি মৌসুমে দেশে ৫৯ লাখ হেক্টর জমিতে আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও উৎপাদন হয়েছে ৫৯ লাখ ৫৬ হাজার হেক্টর জমিতে। আর উৎপাদন হয়েছে ১ কোটি ৭০ লাখ টন। তবে এর কোনো ইতিবাচক প্রভাব নেই চালের বাজারে। উল্টো বাজারে চালের মূল্য বাড়িয়ে দিয়েছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী।

Link copied!