এপ্রিল ২২, ২০২৩, ১১:২৩ পিএম
পবিত্র ঈদুর ফিতরের দিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর আনন্দে এবার যোগ হয়েছে মেট্রোরেল। শনিবার বিশেষ শিডিউলে মেট্রোরেল চলেছে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত। এসময় পরিবার পরিজন নিয়ে হাজারো মানুষ ঈদের দিন উত্তরা থেকে আগারগাও মেট্রোরেলে আনন্দ ভ্রমণ করেছেন। রবিবার থেকে আবারও সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল।
ঈদের দিন আগারগাঁও, মিরপুর ১০, পল্লবী স্টেশনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অসংখ্য মানুষকে টিকিট নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করতে দেখা গেছে।
নানা ব্যস্ততায় আগে যারা মেট্রোরেলে ভ্রমণ করতে পারেননি তারাও পরিবার-পরিজন নিয়ে দ্রুতগামী এ যানবাহনে ভ্রমণ করতে স্টেশনে এসেছেন। ট্রেনে ভ্রমণকারীদের সেলফি, ছবি ও ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে।
মেট্রোরেল আগারগাঁও স্টেশনের এক কর্মকর্তা জানান, ঈদের দিন হওয়ায় ধারণক্ষমতার বেশি লোকসমাগম হয়েছে।
প্রথমবারের মতো মেট্রোরেলে চড়ার আনন্দে অধিকাংশের উচ্ছ্বাসের মাত্রা স্বাভাবিকের তুলনায় একটু বেশিই ছিল। মেট্রোরেলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকেও যাত্রীদের ঈদের শুভেচ্ছা জানানো হয়।