জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের ছাতা-জায়নামাজ ছাড়া সঙ্গে অন্যকিছু না আনতে বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মুহাম্মদ শফিকুল ইসলাম। জাতীয় ঈদগাহে আসা মুসল্লিদের তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হবে, সেক্ষেত্রে কিছুটা বিলম্ব হওয়ার বিবেচনায় সবাইকে সময় নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি। রোববার (১ মে) জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
তিনি জানান, এবার রাজধানীতে ঈদগাহ ও মসজিদ মিলিয়ে ১ হাজার ৪৬৮টি স্থানে ঈদ জামাত হবে। কমিশনার বলেন, কোন কোন মসজিদে একাধিক জামাত হবে। সব ঈদ জামাতকে ঘিরেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, জাতীয় ঈদগাহের নিরাপত্তায় ডগ স্কোয়াড থাকবে। পুরো এলাকা সিসিটিভির আওতায় থাকবে। বিরুপ আবহাওয়ার কারণে ঈদগাহে ঈদ জামাত সম্ভব না হলে বায়তুল মোকাররমে হবে। সেক্ষেত্রে সেখানেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদের জামাতে কোথাও কোন হামলার ঝুঁকি নেই বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, শোলাকিয়ায় যে ধরনের হামলা হয়েছে সেটি একেবারে ব্যক্তিকেন্দ্রিক। ঈদগাহের ইমামকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল।