জানুয়ারি ২৯, ২০২৩, ০৯:৫৮ পিএম
রাজশাহীতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে ঘোষপাড়া এলাকায় অজ্ঞান হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া সমাবেশে আসার পথে মাইক্রোবাসের সাথে অপর একটি গাড়ির ধাক্কা লাগায় আহত হয়েছেন এক নারীসহ ৩জন। অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় ট্রেন থেকে পড়ে আহত হয়েছেন আরও দুই জন।
রবিবার (২৯ ফেব্রুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক মুকুল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে রাজশাহীর সমাবেশে আসছিলেন রেবেকা বেগম (৬৩)। রাজশাহীর পুঠিয়া এলাকায় পৌঁছলে সামনের গাড়িতে ধাক্কা লাগে তাদের বহনকারী মাইক্রোবাসটির। এতে রেবেকাসহ আহত ৩জন। গুরুতর আহত রেবেকা বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে, সমাবেশে ঘোষপাড়া এলাকায় অজ্ঞান হয়ে পড়ে মারা গেছেন এক পুরুষ। তবে পুলিশ তাৎক্ষণিক তাঁর পরিচয় জানাতে পারেনি।
সমাবেশে ঘোষপাড়া এলাকায় অজ্ঞান হয়ে মৃত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ
অন্যদিকে, সিরাজগঞ্জ থেকে ট্রেনে করে সমাবেশে যোগ দিতে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় ট্রেন থেকে পড়ে আহত হয়েছেন বিপ্লব (২৫) ও সবুজ শেখ (২২) নামে দুই যুবক। আহত সবুজ শেখ প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছাড়লেও বিপ্লব রাজশাহী মেডিকেলের ৫ নং ওয়াডে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত পুলিশের উপ পরিদর্শক মুকুল হোসেন বলেন, সমাবেশে অজ্ঞান হয়ে এক ব্যক্তি মারা গেছেন। এখন পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। এছাড়া, সমাবেশে আসার পথে একাধিক সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।