পদ্মায় ২৫ যাত্রী নিয়ে দুই নৌকা ডুবি, সবাই উদ্ধর পেলেও ৩ জন এখনও নিখোঁজ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২২, ০৩:৫০ পিএম

পদ্মায় ২৫ যাত্রী নিয়ে দুই নৌকা ডুবি, সবাই উদ্ধর পেলেও ৩ জন এখনও নিখোঁজ

রাজশাহীর মিজানের মোড় সাতবাড়ীয়া-সংলগ্ন পদ্মা নদীতে দুটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা জানান, সকালে একটি নৌকায় ২৫ জন যাত্রী নিয়ে কৃষিকাজের জন্য চরে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রী ও মালামাল থাকায় মাঝ নদীতে গিয়ে নৌকাটি ডুবে যায়। সবাই তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের উপসহকারী পরিচালক জাকির হোসেন বলেন, সকাল আটটা আট মিনিটে তারা খবর পেয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে চলে এসেছেন। সাদেক, নজু ও নবী ছাড়া অন্যরা সাঁতরে তীরে উঠেছেন। আর দ্বিতীয় নৌকাটি তিন যাত্রী নিয়ে সকাল নয়টার দিকে ডুবে যায়। তখন তাঁদের কর্মীরা ওই যাত্রীদের জীবিত উদ্ধার করেন। এখনো উদ্ধার তৎপরতা চলছে।

প্রবল স্রোতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। নিখোঁজ যাত্রীরা স্রোতের টানে রাজশাহী থেকে চারঘাটের দিকে ভেসে যেতে পারেন। এ জন্য বিজিবির একটি ও ফায়ার সার্ভিসের একটি দলকে চারঘাটে পাঠানো হয়েছে।

Link copied!