বুধবার দিবাগত রাতে দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে দেশের দুই বৃহৎ শিল্পগোষ্ঠী যুমনা গ্রুপ ও বসুন্ধরা গ্রপের কর্মীদের মধ্যে।
এ সময় ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এই দুই গ্রুপের অসংখ্য কর্মী। বসু্ন্ধরা গ্রুপের পক্ষে তাদের নিজস্ব ফায়ার ব্রিগেডের ট্রাক ব্যবহার করে পানি ছিটাতেও দেখা গেছে। উভয় পক্ষের কর্মীরা মাথায় হেলমেট ও লাঠিসোটা নিয়ে অবস্থান নেয় আগ রাত থেকেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, বসুন্ধরা গ্রুপের কর্মীরা এ সময় ইট ছুড়ে যমুনা ফিউচার পার্ক মার্কেটে ব্যাপক ভাংচুর চালিয়েছেন। জবাবে মার্কেটের ভেতর থেকে ও বসুন্ধরা গেটের কুড়িল অংশ থেকে ইটপাটকেল ছুঁড়েছেন যমুনার কর্মীরা। সকাল ৮টার পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়ে আসে এবং এরপরই ওই এলাকায় স্বাভাবিক হয় যান চলাচল।
যমুনা ফিউচার পার্কের সংলগ্ন বসুন্ধরা আবাসিক এলাকার পকেট গেট বন্ধ করা ও দুই শিল্প প্রতিষ্ঠানের বিদ্যমান বিবাদের অংশ হিসেবে ওই সংঘর্ষের সূত্রপাত ঘটে বলে জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র দ্য রিপোর্ট ডট লাইভকে জানায়, মূলত কয়েকদিন আগে যমুনা ফিউচার পার্ক শপিংমলের পকেট গেটটি বসুন্ধরা কতৃর্পক্ষ রাতের আঁধারে লোকজন এনে জোরপূর্বক বন্ধ করে দেয়। এরপরই এই দ্বন্দ্বের সূত্রপাত হয়।
গেটটি পুনরায় নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে ওঠে যমুনা গ্রুপ। বসুন্ধরা গ্রুপও পাল্টা অ্যাকশনে যায়। সেই ঘটনাকে কেন্দ্র করেই গতকাল রাতভর ওই সংঘর্ষ শুরু হয়।
ঘটনাস্থলে থাকা একজন দোকানী জানান, যমুনা গ্রুপের এই প্রতিষ্ঠানটির বড় রকমের নির্ভরতা এই পকেট গেট। এই গেটকে ঘিরেই মার্কেটটি প্রাণবন্ত হয়। এই গেটের ওপরই মূলতঃ অনেক মানুষের রুটি রুজি নির্ভর করছে।