রাবিতে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ; প্রশাসন ভবনে তালা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১২, ২০২৩, ০৫:৪৫ পিএম

রাবিতে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ; প্রশাসন ভবনে তালা

রাবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দিয়ে পুরো ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ মিছিল করছেন সাধারণ শিক্ষার্থীরা।

স্থানীয়দের হামলা ও পুলিশের গুলি এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণার প্রতিবাদে রবিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে সামনে অবস্থান নেন তাঁরা।

এরপর স্লোগান দিতে দিতে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমাদের শত শত ভাইয়েরা আহত হয়ে মেডিকেল ভর্তি আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। প্রশাসনের ঘুমন্ত চেহারা আমরা অনেক দেখেছি। গতকালের ঘটনায় আমরা প্রশাসনের কাউকেই পাশে পাইনি। প্রক্টরের পদ কেন রাখা হয়েছে। এ সময় প্রক্টরের পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। প্রশাসন ভবনের পর ভিসির বাসভবন ঘেরাও করে আন্দোলন চলমান রাখবেন বলে জানান তারা।

বিক্ষোভ থেকে প্রাথমিকভাবে বেশ কয়েকটি দাবি সামনে এনেছেন শিক্ষার্থীরা। এর মধ্যে রয়েছে— শিক্ষার্থীদের ওপর হামলাকারী স্থানীয় ও পুলিশ সদস্যদের বিচার, বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করা, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতি নির্ধারণে শিক্ষার্থী প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

এদিকে সংঘর্ষের ঘটনায় গতকাল রাতেই ১২ ও ১৩ মার্চ সব ক্লাস-পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

এ ঘোষণায় শিক্ষার্থীরা আরও ক্ষুদ্ধ হয়ে ওঠে। 

প্রসঙ্গত, শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুর বাজারে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর বাসের সুপারভাইজারের ঝামেলা হয়। সে সময় স্থানীয় এক ব্যবসায়ী হস্তক্ষেপ করলে শিক্ষার্থীর সাথে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে সেখানে জড়ো হয় ওই বিভাগের শিক্ষার্থীরা। একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা সংঘর্ষে তিন শতাধিক আহতের খবর পাওয়া গেছে। 

Link copied!