এপ্রিল ২৬, ২০২২, ০৬:৩৬ পিএম
মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে দেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন।
মঙ্গলবার সকালে তিনি কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত।
এরপর ডেনমার্কের রাজকুমারী প্রথমে উখিয়ার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে ঘুরে দেখেন। পরে ৬ নম্বর ও ৮ নম্বর ক্যাম্পে গিয়ে ডেনমার্কের সংস্থা ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সূত্র জানায়, ডেনমার্কের রাজকুমারী রোহিঙ্গা ক্যাম্পে পরিবেশ রক্ষার লক্ষে বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন এবং নিজে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি রোহিঙ্গাদের দৈনন্দিন জীবনযাপন ঘরে ঘরে গিয়ে দেখেন এবং তাদের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলে এবং রোহিঙ্গা শিশুদের সঙ্গে আড্ডায় মেতে উঠেন।
এর আগে সোমবার বিকালে ডেনিস রাজকুমারী একটি বেসরকারি বিমানে করে কক্সবাজারে পৌঁছান। আগামীকাল বুধবার সকালে রাজকুমারী হেলিকপ্টারযোগে সাতক্ষীরার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ডেনিস দূতাবাস সূত্রে জানা য়ায়, বুধবার সকালে ডেনিস রাজকুমারী সাতক্ষীরা যাবেন এবং জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের সঙ্গে দেখা করতে কুলতী গ্রাম সফর করবেন। রাজকুমারী জলবায়ু ঝুঁকিপূর্ণ ওই এলাকার জনপদে ঘুরবেন এবং স্থানীয় সাইক্লোন শেল্টার ও বেড়িবাঁধ পরিদর্শন করবেন। সেখানে তিনি বাঁধের পাশে বসবাস করা প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলবেন।
বুধবার রাতে তুরষ্কের রাজধানী ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে রাজকুমারীর।