মোটা অংকের টাকার বিনিময়ে রোহিঙ্গাদের ভুয়া বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ,পাসপোর্ট, জন্ম সনদ, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র, বিদ্যুৎ বিল ও চাকুরীর আইডি কার্ডের কপি চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন হাবিব উল্লাহ ওরফে আবু হোজাইফা ওরফে আবু বক্কর (৪৯), মঞ্জু মোর্শেদ (২৯), সাফায়েত আহমেদ সাহিদ (৩২), সামিউল হক ওরফে রাজু, নুর আলম (২৭), আবেদ হোসেন (২৭) ও রিয়াজুল হক ওরফে রিয়াজ (১৯)। তাদের মধ্যে রিয়াজ রোহিঙ্গা নাগরিক।
এসময় তাঁদের কাছ থেকে ৯টি বাংলাদেশী পাসপোর্ট, ৩টি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ৩টি পাসপোর্ট ডেলিভারি স্লিপ উদ্ধার করা হয়েছে।
২১ জুন ঢাকা জেলা সুপারের র্কাযালয়ে এবিষয়ে এক সংবাদ সম্মেলনে করেন ঢাকা জেলার পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান।
তিনি বলেন,আশুলিয়াতে ফাতেমা বেগম নামে একজন আবেদনকারী পাসর্পোটের আবেদন করেন যার পাসপোর্ট ডেলিভারী স্লিপ নম্বর-4011-000217993)। পিডিআর তদন্তকালে ডিএসবি অফিসার আবেদনকারীর উল্লেখিত ঠিকানায় সরেজমিনে গিয়ে প্রার্থীকে না পেয়ে স্লিপে থাকা মোবাইলে যোগাযোগ করলে ফাতেমার দেবর পরিচয়ে আবেদ নামে একজন সামনে আসেন।তিনি আবেদনকারীর পক্ষে জন্ম সনদ, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র, বিদ্যুৎ বিল ও চাকুরীর আইডি কার্ডের ফটোকপি নিয়ে তদন্তকারী কর্মকর্তার কাছে হাজির হয়।এসময় কাগজপত্র যাচাইকালে এবং আবেদ হোসেনকে জিজ্ঞাসাবাদে তদন্তকারী কর্মকর্তা বুঝতে পারেন উল্লেখিত ঠিকানায় আবেদনকারী বসবাস করেনা এবং ঠিকানাটি উদ্দেশ্য প্রনোদিতভাবে জালিয়াতি পূর্বক পাসপোর্ট পাওয়ার জন ব্যবহার করা হয়েছে।আবেদককে গ্রেফতার করার পর বের হয়ে আসে আসল ঘটনা।