আর মাত্র কয়েক ঘণ্টা বাদেই সারাদেশে উদযাপিত হবে ঈদুল আজহা। তবে এখনও জমজমাট পশুর হাট। গাবতলীতে এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশুর ট্রাক আসছে। গাবতলী পার হয়ে সেই গরুর ট্রাক রাজধানীর বিভিন্ন হাটের দিকে ছুটে যাচ্ছে।
ছোট ও মাঝারি গরুর দাম কিছুটা বেশি হলেও বড় গরু অনেকটাই কম দামে বিক্রি করছেন বিক্রেতারা। ব্যাপারীরা বলছেন, বড় গরু কেনার ক্রেতা কম। দামও বলছেন অনেক কম। তাই অনেকটা লোকসানেই বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে, ছোট গরু কিছুটা বেশি দাম দিয়েই কিনতে হচ্ছে ক্রেতাদের।
শনিবার বিকেলে রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাটে গিয়ে এমন চিত্র দেখা যায়।
গাবতলীর হাটে গরু কিনতে এসে এক ক্রেতা বলেন, ছোট-মাঝারি গরুর দাম অনেক চড়া। ৮০ হাজারের নিচে কোনো গরুর দাম ছাড়তে চাইছেন না বিক্রেতারা। প্রতি বছরই ছোট, মাঝারি গরুর চাহিদা একটু বেশিই থাকে। আর এই সুযোগ নিয়ে বেশি দাম চেয়ে বসে থাকে বিক্রেতারা।
আরেক ক্রেতা কোরবানির গরু কেনার পর বলেন, এক থেকে দেড় লাখ টাকার বাজেট ছিল। এর মধ্যে ভালো গরুই কিনতে পারছি। দাম কমও না, আবার বেশিও না।