চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য ১৭ হাজার ৫২৪ কোটি ৬৪ লাখ ৫ হাজার টাকার সম্পূরক বাজেট পাস করা হয়েছে। সোমবার নির্দিষ্টকরণ সম্পূরক বিল, ২০২২ পাসের মধ্য দিয়ে এ বাজেট পাস করা হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি উত্থাপন করে পাসের প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে সংসদে পাস হয়।
চলতি অর্থবছরে মূল বাজেট ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। ২৬টি মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় বেড়েছে ১৭ হাজার ৫২৪ কোটি ৬৪ লাখ ৫ হাজার টাকা। আর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় কমে-বেড়ে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় ৫ লাখ ৯৩ হাজার ৫শ কোটি টাকা।
বিল পাসের আগে বিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাবিসহ ২৬টি মঞ্জুরি দাবি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সংসদে উত্থাপন করলে পৃথক পৃথকভাবে পাস করা হয়। এসব দাবির ওপর বিরোধীদলের ১১ সদস্যের আনা ছাঁটাই প্রস্তাবগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে জননিরাপত্তা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মোট চারটি দাবির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
সম্পূরক বাজেটে সর্বোচ্চ ৫ হাজার ৩০৭ কোটি ৫৬ লাখ ৬১ হাজার টাকা রয়েছে অর্থ বিভাগে, দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৭৪২ কোটি ৩৪ লাখ ৬৪ হাজার টাকা রয়েছে কৃষি মন্ত্রণালয়ে। তৃতীয় সর্বোচ্চ ২ হাজার ৩৩৪ কোটি ৪১ লাখ ৮৮ হাজার টাকা খাদ্য মন্ত্রণালয়ে। আর চতুর্থ সর্বোচ্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ১ হাজার ৯০৮ কোটি ৭১ লাখ ৯৮ হাজার টাকা, পঞ্চম সর্বোচ্চ ৭৫৭ কোটি ৬৯ লাখ ৩০ হাজার টাকা পানিসম্পদ মন্ত্রণালয়ে রয়েছে।
এর আগে ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন, সরকারি দলের বেগম ওয়াসিকা আয়েশা খান, আহসানুল হক টিটো, জাতীয় পার্টির রওশন আরা মান্নান ও বিএনপির হারুনুর রশীদ।
এরপর সম্পূরক বাজেটের ওপর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংক্ষিপ্তাকারে সমাপনী বক্তৃতা শেষে সম্পূরক বাজেট পাসের প্রক্রিয়া শুরু করা হয়। পৃথক পৃথকভাবে মঞ্জুরি দাবি পাসের পর নির্দিষ্টকরণ সম্পূরক বিল, ২০২২ পাসের মধ্য দিয়ে ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেট পাস করা হয়।