সজীব ওয়াজেদের সাথে দেখা করলেন আরাফাত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১, ২০২৩, ১২:০৪ এএম

সজীব ওয়াজেদের সাথে দেখা করলেন আরাফাত

প্রধানমন্ত্রীর পুত্র এবং আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সাথে দেখা করলেন ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

শুক্রবার (৩০ জুন) মোহাম্মদ এ আরাফাত তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজে লেখেন, “বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় সুদূর যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছেন গতকালই বাংলাদেশে। গত এপ্রিল মাসে ওয়াশিংটন ডিসিতে তার সাথে দেখা হয়েছিল। আজকে আবার দেখা হলো। ঢাকা-১৭ উপনির্বাচন এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলাপ হলো অনেকক্ষণ। পর্দার অন্তরালে সার্বক্ষণিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনীতির খোঁজ খবর রাখছেন তিনি।”

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন মোহাম্মদ এ আরাফাত। আর একমাত্র স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম  ‘একতারা’ প্রতীক পেয়েছেন। এ ছাড়া এই আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন (ছড়ি), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল) ও তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ)।

আগামী ১৭ জুলাই ব্যালট পেপারের মাধ্যমে এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Link copied!