সব বিরোধী দলকে গণসমাবেশে যোগ দেওয়ার আহ্বান বিএনপির

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২২, ০৪:২৫ এএম

সব বিরোধী দলকে গণসমাবেশে যোগ দেওয়ার আহ্বান বিএনপির

রাজধানীর গোলাপবাগে বিভাগীয় সমাবেশে যোগ দিতে সরকারের বিরুদ্ধে একযোগে আন্দোলনে প্রস্তুত সব দলকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, 'সরকারের বিরুদ্ধে আন্দোলনে আমাদের সঙ্গে থাকা বিএনপির সকল নেতা-কর্মী ও অন্যান্য দলকে শনিবারের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

'এটা আর দলীয় সমাবেশ নয়, এটা এখন জনগণের সমাবেশ। আমরা বিশ্বাস করি আগামী সমাবেশ জনগণই সফল করবে।'

দলের পক্ষে লিখিত বক্তব্য পাঠকালে খন্দকার মোশাররফ হোসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের গ্রেপ্তারের নিন্দা জানান।

প্রসঙ্গত, বিএনপিঘোষিত ১০ ডিসেম্বরের  ঢাকা বিভাগীয় গণসমাবেশস্থল গতকাল বৃহস্পতিবারও চূড়ান্ত হয়নি। রাজধানীর নয়াপল্টনের বিকল্প হিসেবে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম মাঠের জন্য অনুমতি চেয়ে আসছিল বিএনপি। তবে ডিএমপি ওই স্থানের পরিবর্তে মিরপুর বাঙলা কলেজ মাঠ দেওয়ার জন্য প্রস্তাব করলে বিএনপি তাতে সায় দেয়নি।  তবে শুক্রবারের মধ্যেই সমাবেশস্থলের ব্যাপারে একটা চূড়ান্ত ফয়সালা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

Link copied!