মার্চ ৩, ২০২১, ০৪:৩৮ এএম
দেশের বিভিন্ন খাতে সরকারের ব্যয় ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে জনগণের স্বার্থকে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজ করার কথাও বলেছেন।
মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ২০১৭-১৮ বর্ষের নিরীক্ষা প্রতিবেদন উত্থাপন করতে গেলে তিনি এ কথা বলেন।
সেসময় প্রতিনিধি দলকে রাষ্ট্রপতি বলেন, সরকারি ব্যয় বর্তমানে ক্রমান্বয়েই বাড়ছে, তাই সরকারি ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য নিরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর বাসসের।
রাষ্ট্রপতি বলেন, প্রতি বছর সরকারের ব্যয় বাড়ছে। সরকারি অর্থ জনগণের স্বার্থে সঠিকভাবে ব্যয় করার বিষয়টি নিশ্চিত করা খুব জরুরি।
প্রতিবেদন পেশকালে সিএজি নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, আগামী দিনে সিএজি দপ্তর তার সামগ্রিক কার্যক্রমে আরো স্বচ্ছতা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
সেসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সেক্রেটারি (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।