অক্সিজেনের চাপ কমে যাওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক কুদরত–ই–খোদা। রবিবার (৪ জুলাই) সাতক্ষীরা জেলা প্রশাসককে দেওয়া এক চিঠিতে তিনি এই তথ্য উল্লেখ করেছেন।
স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) গঠিত কমিটি অক্সিজেনের সংকটে রোগী মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে। এই কমিটির সদস্যরা রবিবার সকাল থেকে হাসপাতালের অক্সিজেনের সংকট বিষয়ে খোঁজখবর নেন।
করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা গণমাধ্যমকে জানান, স্থানীয় একটি পত্রিকায় ‘অক্সিজেন বিপর্যয়ে সাতজন রোগীর মৃত্যু’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তিনি প্রকৃত ঘটনা তুলে ধরে স্থানীয় ওই পত্রিকার সম্পাদককে একটি চিঠি দেন। তার একটি কপি সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরকে দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৩০ জুন হঠাৎ করে লিকুইড অক্সিজেনের প্রেশার কমে যাওয়ার কারণে হাসপাতালের আইসিইউতে চারজন ও পোস্ট সিসিইউতে দুই রোগী মারা যান।
কুদরত-ই-খোদা বলেন, এ বিষয় তদন্ত করার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান কাজী আরিফকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অক্সিজেন বিপর্যয়ে সাতজন রোগী মারা গেছেন, কথাটি সঠিক নয়।
তিনি জানান, সঠিকভাবে তদন্ত শেষ করার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি সাত দিনের সময় চেয়েছে। তাদের সময় বর্ধিত করা হবে।