ঈদ উপলক্ষে ঢাকার সাভারে পরিবহন থেকে চাঁদা তোলার অভিযোগে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে, সন্ধ্যায় আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আব্দুর রাজ্জাক আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকার বাসিন্দা। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, ঈদ উৎসবকে ঘিরে বিভিন্ন স্থানে চাঁদাবাজরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
বৃহস্পতিবার বিকেলে নবীনগর এলাকায় দূরপাল্লার পরিবহন থেকে চাঁদা আদায় করা হচ্ছে-এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। এ সময় চাঁদা উত্তোলনের দায়ে হাতেনাতে তাকে আটক করা হয়। তিনি বলেন, মূলত সড়কের পাশে পার্কিংয়ের কথা বলে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা উঠাচ্ছিলেন রাজ্জাক। এ ঘটনায় রাজ্জাকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।