ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৩:১১ পিএম
নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠন করে জনগণের সঙ্গে সরকার ফের প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে ক্যানসারের মতো ছড়িয়ে পড়া দুর্নীতিতে সরকার নেতৃত্ব দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “দেশের মানুষকে অধিকার ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি তৈরি করে জনগণের সঙ্গে ফের প্রতারণা করা হচ্ছে।”
তিনি বলেন, “জনগণকে বোকা বানিয়ে ২০১৪- ২০১৮ সালের মতো একটি নির্বাচন কমিশন বানিয়ে এবারও তারা ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়, একদলীয় শাসন ব্যবস্থা করতে চায়।”
বিএনপির এই অন্যতম এই শীর্ষ নেতা আরও বলেন, “দেশে ভয়াবহভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে এবং সেটার সম্পূর্ণভাবে নেতৃত্ব দিচ্ছে সরকার। প্রতিটি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ছড়িয়ে পড়েছে ক্যান্সারের মতো।”
দুদকের (দুর্নীতি দমন কমিশন) এক কর্মকর্তাকে অপসারণ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “পত্রিকার পাতায় দেখলাম দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। কেন করেছে- তিনি যে ব্যক্তিগুলোকে চিহ্নিত করেছিলেন তারাই নাকি তার বিরুদ্ধে অভিযোগ করেছে।” কোনো রকমের সুষ্ঠু তদন্ত ছাড়াই তাকে অপসারণ করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।