ফেব্রুয়ারি ৮, ২০২২, ০১:৩৫ পিএম
নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সরকারের সার্চ কমিটি গঠনের প্রক্রিয়াকে সম্পূর্ণ অর্থহীন ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “সার্চ কমিটির সদস্যদের সবাই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। এই সার্চ কমিটি নিয়ে নিরপেক্ষ নির্বাচন গঠন আশা করা যায় না।”
তিনি বলেন, “অনুসন্ধান কমিটির সুপারিশে যে নির্বাচন কমিশন গঠন হবে তাদের লক্ষ্য থাকবে বিদায়ী কমিশনের মতো আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা।”
সংবাদ সম্মেলনে আবারও নিরপেক্ষ সরকারের দাবি করে বিএনপি মহাসচিব বলেন, “ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সংক্রান্ত সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরই একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই সংকট উত্তরন সম্ভব।”
মির্জা ফখরুল বলেন, “জনগণের ভোটাধিকার প্রয়োগের অধিকার হরন করেছে সরকার। ভবিষ্যতে এর বিচারের মুখোমুখি হতে হবে।”
ভোজ্য তেলের দাম বাড়ানোর সমালোচনা করে বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা বলেন, “সরকারের দুর্নীতি ও সরকারি দলের মদদপুষ্ট ব্যবসায়ীদের অনৈতিক মুনাফার জন্য জ্বালানি তেল ও নিত্য ব্যবহারয দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে।”
তিনি বলেন, “অবিলম্বে ভোক্তা পর্যায়ে সব পণ্যের দাম কমাতে হবে। বিশেষ করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের মূল্য বৃদ্ধি বাতিল করতে হবে। অন্যথায় জনগনকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।