প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে নাম সুপারিশের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি পাঠাচ্ছে নির্বাচন কমিশন (ইসি) গঠনে অনুসন্ধান বা সার্চ কমিটি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সার্চ কমিটির চিঠি পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি গণমাধ্যমে বলেন, “সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে পার্টি অফিসে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি এসেছে।”
সার্চ কমিটির ওই চিঠিতে বিএনপির কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে নামের তালিকা চাওয়া হয়েছে।
এ সময় রিজভী আরও বলেন, “বিএনপি সার্চ কমিটিতে কোনো নামের তালিকা দেবে না। এর আগেও দলের মহাসচিব তা জানিয়েছেন। দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তও নাম না দেওয়ার।”
প্রসঙ্গত, নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ শুরু করেছিলেন, ওই সংলাপেও বিনপিসহ বেশ কয়েকটি দল অংশগ্রহণ করেনি। সার্চ কমিটির কাছে নাম পাঠাবে না বলেও দলের বিএনপির স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।