সিলেটে বিএনপির সমাবেশের আগেরদিনই মাঠে নেতা-কর্মীদের ঢল

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৮, ২০২২, ১২:২৫ পিএম

সিলেটে বিএনপির সমাবেশের আগেরদিনই মাঠে নেতা-কর্মীদের ঢল

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের দুই দিন আগেই হাজারো নেতাকর্মী জড়ো হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নেতাকর্মীদের ঢল নামে সমাবেশের ভেন্যু আলিয়া মাদরাসা মাঠে। সমাবেশের আগে মাঠে আসা নেতা-কর্মীদের জন্য মাঠের চারপাশে ২০টি ক্যাম্প স্থাপন করা হয়েছে।

আগামী শনিবার সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির সপ্তম সাংগঠনিক বিভাগীয় সমাবেশ আয়োজন করা হচ্ছে। 

আগের অভিজ্ঞতায় সমাবেশে যোগদানে সমস্যায় পড়ার শঙ্কা মাথায় রেখে ইতোমধ্যে বিএনপির নেতা-কর্মী-সমর্থকরা বিভন্ন জেলা থেকে সিলেটে যোগ দিতে শুরু করেছেন।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে দলটি আট বিভাগ ও দুই সংগঠনিক বিভাগে সমাবেশ করছে।

হবিগঞ্জ থেকে আসা বিএনপির একজন কর্মী বলেন, আমাদের জেলায় দুদিনের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। তাই ধর্মঘটের আগেই সমাবেশে চলে এসেছি।

সিলেট বিএনপি জানায়, আগামীকালের সমাবেশে ৪ লাখেরও বেশি নেতা-কর্মীর সমাগম হবে বলে তারা আশা করছে।

ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে (সাংগঠনিক বিভাগ) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ ছাড়া আর সব সমাবেশের সময় পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল। ময়মনসিংহে ধর্মঘট না থাকলেও যান চলাচল করেনি।

সিলেটের সমাবেশের আগে বিভাগের চার জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে ধর্মঘট ডাকা হয়েছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সমাবেশকে বাধাগ্রস্ত করতে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে সমাবেশে যোগ দিতে আসা অনেকে বাধার সম্মুখীন হচ্ছেন। অনেক নেতা-কর্মী ও সমর্থক আগেভাগেই সমাবেশস্থলে চলে এসেছেন। তাঁদের থাকার জন্যই ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।

Link copied!