বন্যাকবলিত সিলেটে ফের তিন ঘণ্টা ভারী বৃষ্টি হয়েছে। এতে নগরের অনেক এলাকা প্লাবিত হয়েছে। এ কারণে আবারও বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।
মঙ্গলবার রাত ১০ টা থেকে ১ টা পর্যন্ত ভারী বৃষ্টিতে নগরের অনেক এলাকায় নতুন করে পানি জমেছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া কুশিয়ারার পানি বিপদসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে সিলেটে আবারও বন্যার পানি বাড়তে শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেটে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। দিনের তুলনায় রাতে বৃষ্টিপাত বেশি হবে। নদ- নদীর পানিও বেড়ে যেতে পারে। উজানে ভারী বৃষ্টি হলে সিলেটে পাহাড়ি ঢল নামতে পারে।
সিলেট পাউবোর উপ- প্রকৌশলী নিলয় পাশা বলেছেন, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবারও বন্যা মতো পরিস্থিতি হবে কিনা তা বলা যাচ্ছে না।