জুন ২১, ২০২২, ০৪:২০ পিএম
সিলেটের হযরত শাহজালাল (র.) ও শাহপরানের (র.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকা দেখে এসে দুপুর ১টা ২৯ মিনিটে তিনি মাজারে যান। সেখানে তিনি জোহরের নামায আদায় করেন এবং মাজার জিয়ারত করেন। এরপর তিনি শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন।
সিলেট সার্কিট হাউসে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষকে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বাঁচার মানসিকতা তৈরি করতে হবে। সে কারণে আমাদের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আরও সুদুরপ্রসারি পরিকল্পনা করতে হবে।
দুপুর ২টা ৪০ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি দেখতে সকাল ৮টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন প্রধানমন্ত্রী।