বাংলাদেশ সশস্রবাহিনীকে আন্তর্জাতিক মানের গড়ে তুলতে সরকার ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়ন করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধুনিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সেনাবাহিনীর মনোবল বাড়াবে বলেও আশা প্রকাশ করেন সরকারপ্রধান।
রবিবার (২০ জুন) দুপুরে টাইগার মাল্টিপল লঞ্চ মিসাইল সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠানে।
প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৪ সালে জাতির পিতা প্রতিরক্ষা-নীতিমালা করে দিয়ে গেছেন। সেই নীতির আলোকে আমরা ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়ন করে যাচ্ছি। এর ফলে সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা বেড়েছে। বিশ্বের সঙ্গেও তাল মিলিয়ে চলতে শিখেছে বাংলাদেশ।’
দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে দেশে যেমন অর্থনীতিক উন্নয়ন হচ্ছে তেমনি সামরিক বাহিনীকেও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।