জুলাই ৮, ২০২৩, ১২:৫০ পিএম
দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের (উড়াল সড়ক) একাংশ আসছে সেপ্টেম্বরে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (৮ জুলাই) রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগামী সেপ্টেম্বরে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন বলেও তিনি জানান।
প্রসঙ্গত, ঢাকা মহানগরীতে জনগণের চলাচল নির্বিঘ্ন করতে ও যানজট কমাতে সরকারের নেওয়া নানা উদ্যোগের মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে অন্যতম।
আসছে সেপ্টেম্বরে ১৯ দশমিক ৭৩ কিলোমিটার দৈর্ঘের মূল লেনবিশিষ্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন হবে। পুরো প্রকল্পের কাজ শেষ হলে বিমানবন্দর থেকে যাত্রাবাড়ী আসতে সর্বোচ্চ ২০ মিনিট সময় লাগবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।