সৌদি পৌঁছেছেন ২৫ হাজার ৯৮১ জন বাংলাদেশি হজযাত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২১, ২০২২, ০৪:১৪ পিএম

সৌদি পৌঁছেছেন ২৫ হাজার ৯৮১ জন বাংলাদেশি হজযাত্রী

গত ৫ জুন থেকে হজফ্লাইট শুরুর পর গতকাল সোমবার পর্যন্ত ২৫ হাজার ৯৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

 

বুলেটিনে বলা হয়, সোমবার পর্যন্ত হজযাত্রীরা তিন এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে করে সৌদি গেছেন। এই ৭১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৯টি, সৌদি এয়ার ২৭টি এবং ফ্লাইনাসের ৫টি ফ্লাইট চালিয়েছে। 

সরকারি ব্যবস্থাপনায় যাওয়া পঞ্চম ফ্লাইটের সব হজযাত্রী মদিনার পর্ব শেষে সোমবার মক্কায় পৌঁছেছেন।

বুলেটিনে বলা হয়, সৌদিতে পৌঁছানো ২৫ হাজার ৯৮১ জন বাংলাদেশির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ২২ হাজার ৫৯৬ জন সেখানে রয়েছেন। হজ করতে গিয়ে এ পর্যন্ত চার বাংলাদেশির মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তিন জন পুরুষ এবং নারী একজন।

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে চলতি বছর মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালন করবেন। এর মধ্যে সরকারিভাবে যাচ্ছেন ৪ হাজার ৫৬৪ জন। আর অন্যরা যাচ্ছেন বেসরকারিভাবে। মোট যাত্রীদের অর্ধেক হজযাত্রী আনা নেওয়া করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাওয়া-আসা মিলিয়ে ৬৫টি করে মোট ১৩০টি ফ্লাইট পরিচালনা করবে তারা।অন্য অর্ধেক বাংলাদেশি যাত্রী যাচ্ছেন সৌদি আরবের সৌদি এয়ারলাইনস ও ফ্লাই নাস বিমান সংস্থায়।

Link copied!