সৌদিতে হিটস্ট্রোকে এক দিনেই ৭ বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩০, ২০২৩, ০৭:৪১ পিএম

সৌদিতে হিটস্ট্রোকে এক দিনেই ৭ বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু

তীব্র দাবদাহে বয়স্ক হজযাত্রীরা কাহিল হয়ে পড়েন। ছবি: সংগৃহীত

জুন-জুলাইতে সৌদি আরবে উচ্চ তাপমাত্রা বিরাজ করে। এই সময়ই পড়েছে এবারের হজ পালনের মৌসুম। এ কারণে এ সময় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারাও যাচ্ছেন হজযাত্রীরা। ইতিমধ্যে সাড়ে ছয় হাজারেরও বেশি হজযাত্রী মারা গেছেন হিটস্ট্রোকে। এরমধ্যে একদিনেই সাত বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে সৌদি আরবে মোট ৪৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন।

গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

এক ফেসবুক পোস্টে হাব সভাপতি শাহাদাত হোসেন লেখেন, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত সৌদি আরবে মোট ৪৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে এক দিনেই মারা গেছেন সাতজন।

মারা যাওয়া ৪৩ বাংলাদেশির মধ্যে ৩৫ জন পুরুষ, ৮ জন মহিলা। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৩৫ জন ও বাকিরা মদিনায়।

সৌদি আরবের মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহম্মদ আল আবদুল আলী জানিয়েছেন, তীব্র গরমজনিত কারণে অসুস্থ হয়ে গত কয়েকদিনে অন্তত এক লাখ ১১ হাজার ৭৬১ জন হজযাত্রী হাসপাতাল ও অস্থায়ী স্বাস্থ্যশিবিরগুলোতে চিকিৎসাসেবা নিয়েছেন।

প্রসঙ্গত, গত কয়েকদিন মক্কা ও মদিনায় তাপমাত্রা চলছে ৪০ ডিগ্রি থেকে ৪৩ ডিগ্রির মধ্যে। তাপ নিয়ন্ত্রণ স্বত্বেও তীব্র দাবদাহে বয়স্ক হজযাত্রীরা কাহিল হয়ে পড়ছেন।

Link copied!