স্থানীয় বিএনপি নেতাদের বক্তব্যে রংপুরে বিভাগীয় সমাবেশ শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৯, ২০২২, ০২:৪২ পিএম

স্থানীয় বিএনপি নেতাদের বক্তব্যে রংপুরে বিভাগীয় সমাবেশ শুরু

নির্ধারিত সময়ের আগেই রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। দুপুর সোয়া ১২টার দিকে নগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামুর সভাপতিত্বে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়। ওই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা  না থাকলেও বেলা আড়াইটার দিকে  তারা মঞ্চে উপস্থিত হন। স্থানীয়ি বিএনপি নেতারা সমাবেশে বক্তব্য রাখছেন।

গণপরিবহন বন্ধ থাকায় আগে ভাগেই সমাবেশস্থলে আসতে শুরু করে বিভিন্ন জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষ। পথে পথে বাধা, পুলিশের চেক পোস্ট, তল্লাশি ডিঙিয়ে গণসমাবেশে যোগ দিতে তিনদিন আগে থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা আসতে শুরু করেন। বাস বন্ধ থাকায় বিকল্প উপায়ে রংপুরে আসেন তারা। কেউ মাইলের পর মাইল হেঁটে, কেউ ব্যক্তিগত গাড়ি, রিকশা, অটোরিকশা কিংবা মোটরসাইকেলে করে সমাবেশস্থলে পৌঁছেছেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর শহরের বিভিন্ন অলিগলিতে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেন। কারো হাতে কাঁথাবালিশ, কারো হাতে শুকনো খাবার, আবার কারো হাতে প্ল্যাকার্ড দেখা যায়।

গণসমাবেশে যোগ দিতে আশেপাশের জেলা ও উপজেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী ব্যাটারিচালিত রিকশা-ভ্যানে করে সমাবেশে যোগ দিয়েছেন। রংপুরের মহাসমাবেশের মঞ্চেও দুটি চেয়ার খালি রেখে সেখানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি রাখা হয়।

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু গণমাধ্যমকে জানান,  “আমরা আগে থেকেই জানতাম সমাবেশের আগে সরকার এ ধরনের একটি ধর্মঘট দেবে। আমাদের নেতাকর্মীরা এ ধর্মঘটকে পাত্তা দিচ্ছে না। বিভাগের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী রংপুরে চলে এসেছেন। গাড়ি চলাচল বন্ধ থাকলেও হেঁটে, সাঁতরিয়ে অথবা সাইকেল চালিয়ে হলেও সমাবেশে এসেছেন।

ভ্যানে রংপুরের উদ্দেশে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

এদিকে, সমাবেশে আসার পথে দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলা ও পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ বিএনপির। গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন অভিযোগ করে বলেন, “পুরো বিভাগের প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। হুমকি ধামকি দিচ্ছে। পুলিশের সাথে আওয়ামী লীগের লোকজনও বাধা দিয়েছে। রেলওয়ে স্টেশনেও পুলিশ বাধা দিয়েছে। ছাত্রাবাস এবং নেতাকর্মীদের বাড়ি বাড়ি আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তল্লাশি চালিয়েছে। যতই অপতৎপরতা চালানো হোক না কেন সব রংপুরে জনসমাবেশে মানুষের জোয়ার উঠেছে।”

 

প্রসঙ্গত, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, নেতাকর্মীদের হত্যা, হামলা ও মামলার প্রতিবাদে এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সারাদেশের দশ বিভাগীয় শহরে গণসমাবেশের ডাক দেয় বিএনপি। এর মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ হচ্ছে রংপুরে বিভাগীয় সমাবেশ।

Link copied!