পূর্বঘোষিত হরতালের সার্বিক বিষয় নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রবিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বায়তুল মোকাররমের পাশে খেলাফতে মজলিসের কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংগঠনের নেতারা।
রবিববার দুপুরে গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হেফাজতের সহ-প্রচার সম্পাদক আতাউল্লাহ আমিনী। তিনি বলেন, সংবাদ সম্মেলনে হরতালসহ সার্বিক বিষয়ে হেফাজতের বক্তব্য তুলে ধরা হবে। আর কিছুক্ষণ পরে বায়তুল মোকাররমে আমাদের কর্মসূচি আছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে হেফাজতের নেতাকর্মীরা। এখন পর্যন্ত হরতালকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারাদেশে হেফাজতের আন্দোলনরতদের ওপর হামলা ও নিহতের ঘটনার প্রতিবাদে হরতাল ডাকে হেফাজত। শনিবার (২৭ মার্চ) সারাদেশে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিও পালন করে সংগঠনটি।