হাজার হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে রাজশাহীতে আওয়ামী লীগের র‌্যালি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৩, ১২:৩২ পিএম

হাজার হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে রাজশাহীতে আওয়ামী লীগের র‌্যালি

রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে রবিবার সকাল থেকে দল বেঁধে এসেছেন মানুষ। বেলা ১২ টায় শুরু হয়েছে র‌্যালি। হাজার হাজার নেতা-কর্মীরা এই র‌্যালিতে অংশগ্রহণ করেছেন।

আজ সকাল থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মিছিল-স্লোগানে মুখর হয়ে উঠেছে জনসভাস্থল ও আশপাশের এলাকা। নগরের সাজ সাজ রব পড়ে গেছে।



এর আগে সকাল ১০ টায় বিসিএস পুলিশ ক্যাডারের (৩৮তম ব্যাচ) শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে সারদায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেছেন তিনি। পরে প্রধানমন্ত্রী প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে ট্রফি বিতরণ করেছেন এবং নবীন এই পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রেখেছেন।



অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



দুপুর আড়াইটার দিকে রাজশাহীর ফায়ার সার্ভিস মোড়ের মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

Link copied!