হাফ ভাড়া দাবি : মোহাম্মদপুরে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২২, ২০২১, ০৫:৫৫ পিএম

হাফ ভাড়া দাবি : মোহাম্মদপুরে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

রাজধানীর ১২৮টি রুটে বাস-মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায়ের ফলে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে। প্রথা চালু থাকলেও বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। এরই প্রেক্ষিতে মোহাম্মদপুরের বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। 

বিক্ষোভ সরাসরি দেখতে ক্লিক করুন

শিক্ষার্থীদের দাবি বাস মালিক কর্তৃপক্ষ হাফ ভাড়া বিষয়টি সুরাহা না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। গ্রাফিক্স আর্ট কলেজ ও মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা সকাল থেকে অবস্থান করছে। এছাড়া স্থানীয় নার্সি ইনস্টিটিউটসহ আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দিতে থাকেন। 

MD pur
মো:পুরে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

বাস ভাংচুর শিক্ষার্থীদের
হাফ ভাড়া নিয়ে বাক বিতন্ডা হওয়ায় একপর্যায়ে মোহাম্মদপুর রুটে চলাচলরত স্বাধীন বাস ভাংচুর করেন শিক্ষার্থীরা।

Link copied!