নভেম্বর ১৭, ২০২১, ১২:২৪ পিএম
শিক্ষার্থীদের বাসভাড়া অর্ধেক (হাফপাশ) করার দাবিতে মহাখালীর আমতলীর মোড়ে মানববন্ধন করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধন কর্মসূচির এক পর্যায়ে ছাত্রলীগ হামলা করে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, সে সময় তিতুমীর কলেজ ছাত্রলীগের ১৫-৩০জন কর্মী এসে তাদের বাধা দেয়। বুধবার (১৭ নভেম্বর) এই ঘটনা ঘটে।
সরকার দলীয় নেতাকর্মীরা দাবি করেন আন্দোলনকারীরা তিতুমীর কলেজের শিক্ষার্থী নয়।
আন্দোলনকারী শিক্ষার্থী রাব্বী বলেন, আমরা হাফপাশের জন্য আন্দোলন করছি। গলায় আইডি কার্ড থাকার পরেও বহিরাগত বলে মারধর শুরু করে ছাত্রলীগ নেতাকর্মীরা।