করোনা সংক্রমণ বৃদ্ধি ও দ্বিতীয় দফা লকডাউনের ঘোষণার প্রেক্ষিতে আগামী সোমবার (১২ এপ্রিল) থেকে বন্ধ হচ্ছে অমর একুশে বইমেলা-২০২১। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ গণমাধ্যমকে এ বিষয় নিশ্চিত করেছেন।
করোনা মহামারির কারণে এবার ‘অমর একুশে বইমেলা’র ৩৭তম আসর ফেব্রুয়ারির পরিবর্তে শুরু হয় গত ১৮ মার্চ। এই মেলা চলার কথা ১৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ১৪ এপ্রিল থেকে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করে সরাকার। যার ফলে ১২ এপ্রিলই বই মেলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়।
প্রসঙ্গত, শর্তারোপ করে গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত লকডাউন ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে ব্যবসায়ীদের দাবির মুখে গত ৮ এপ্রিল শপিং মল খোলা রাখার নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ঢিলেঢালা লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় করোনার বিস্তার রোধ সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে আগামী ১৪ এপ্রিল থেকে ‘সর্বাত্মক লকডাউন’ দেওয়ার ঘোষণা দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।