১৬ জানুয়ারি বসছে বছরের প্রথম অধিবেশন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১, ২০২২, ০৮:২০ পিএম

১৬ জানুয়ারি বসছে বছরের প্রথম অধিবেশন

নতুন বছরে একাদশ জাতীয় সংসদের নতুন বছরের প্রথম অধিবেশন বসছে ১৬ জানুয়ারি। ওই দিন বিকেল টায় অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার (১ জানুয়ারি) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

এটি হবে একাদশ সংসদের ষোড়শ অধিবেশন। বছরের প্রথম অর্থ্যাৎ, শীতকালীন অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। অধিবেশনের প্রথম দিন জাতীয় সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি। পরে সাংসদেরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করেন। তবে গত বছর করোনা সংক্রমণের কারণে অধিবেশন খুব একটা দীর্ঘ ছিল না।

সংসদ সচিবালয় সূত্র জানায়, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় অধিবেশন কত দিন চলবে, তা নির্ধারণ করা হবে।

Link copied!