১৬ দিন ধরে নিখোঁজ কুমিল্লার ৭ কলেজ ছাত্রের মিলছে না হদিস

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২২, ০৮:৫০ এএম

১৬ দিন ধরে নিখোঁজ কুমিল্লার ৭ কলেজ ছাত্রের মিলছে না হদিস

কুমিল্লায় সাত কলেজছাত্র ১৬ দিন ধরে নিখোঁজের খবরে তোলপাড় চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারগুলোর পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় জিডি করার পর থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই ছাত্রদের খুঁজে পেতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছেন।

গত ২৩ অগাস্ট বাসা থেকে বের হয়ে তারা ফেরেননি বলে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় ওই শিক্ষার্থীদের অভিভাবকদের করা সাধারণ ডায়েরিতে (জিডি) জানান।

নিখোঁজ ওই ছাত্ররা হলেন মো. আমিনুল ইসলাম ওরফে আল আমিন, নিহাল আবদুল্লাহ, মো. ইমতিয়াজ আহম্মেদ ওরফে রিফাত, আস সামী, সরতাজ ইসলাম ওরফে নিলয়, ইমরান বিন রহমান ওরফে শিথিল, মো. হাসিবুল ইসলাম। তারা কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা এবং কুমিল্লা সরকারি ভিক্টোরিয়াসহ বিভিন্ন কলেজের ছাত্র।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আফজাল হোসেন বলেন, “আমরা কয়েকজন শিক্ষার্থী মিসিংয়ের জিডি হাতে পেয়েছি। ৫ সেপ্টেম্বর থেকে আমরা কাজ শুরু করেছি। তারা দলবদ্ধভাবে কোথাও গিয়েছে, নাকি অন্য কোনো বিষয় আছে তা তদন্তের পর বলতে পারব। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করতে।”

অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিখোঁজ হওয়া প্রত্যেকেই পরস্পরের পরিচিত। পড়াশুনার বাইরে অন্য কোনো বিষয়ের প্রতি কখনও তারা সন্তানদের আগ্রহ দেখেননি। কলেজ, কোচিংয়ের বাইরে যে সময়টি পেতেন তখন বাসায় বই পড়া কিংবা মোবাইল ফোনে সময় কাটাতেন তারা।

তাদের সন্তানদের কোনো শত্রু নেই বলেও অভিভাবকদের ভাষ্য।

Link copied!