ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর নিজ বিদ্যালয়ে ফিরেছেন মুন্সিগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞানশিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। বুধবার বেলা ১১টার দিকে ঘটনার তদন্ত কার্যক্রমে অংশ নিতে বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ে আসেন তিনি। গ্রেপ্তার হওয়ার ২৩ দিন পর তিনি বিদ্যালয়ে আসেন তিনি। এ সময় পুলিশ বাহিনীর বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন
প্রসঙ্গত, গত ২২ মার্চ ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে মামলা করলে ওই দিনই হৃদয় মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ২৩ ও ২৮ মার্চ আদালতে তার জামিন আবেদন খারিজ হয়ে যায়। গত ১০ এপ্রিল আদালত জামিন দিলে কারামুক্ত হন হৃদয় চন্দ্র মণ্ডল।
এর আগে, গত ২০ মার্চ পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান ক্লাস নিচ্ছিলেন হৃদয় মণ্ডল। এ সময় তিনি শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে প্রাসঙ্গিকভাবে ইসলাম ধর্ম বিষয়েও কথা বলেন। এসময় কয়েকজন শিক্ষার্থী মোবাইল ফোনের ক্যামেরায় তার বক্তব্য রেকর্ড করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এনিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়।
এ নিয়ে অসন্তোষের জেরে স্কুল কর্তৃপক্ষ হৃদয় চন্দ্র মন্ডলকে কারণ দর্শানোর নোটিশ দেন। পাশাপাশি স্কুল ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা বিষয়টি নিয়ে আলোচনায় বসেন। তবে সমাধান না হওয়ায় ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করে কতিপয় শিক্ষক ও শিক্ষার্থী।
পরে খবর পেয়ে মুন্সিগঞ্জ থানা ও জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরিয়ে দেয় এবং এক পর্যায়ে হৃদয় চন্দ্রকে তার বাসা থেকে আটক করা হয়।