৩৯ দেশের সাথে ফ্লাইট বন্ধ করল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১, ২০২১, ১১:৪৭ এএম

৩৯ দেশের সাথে ফ্লাইট বন্ধ করল বাংলাদেশ

নভেল করোনাভাইরাসের সংক্রমণরোধে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (বেবিচক) ইউরোপিয় দেশসহ আরও ১২টি দেশ থেকে ফেরত যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ৩ এপ্রিল থেকে এই নির্দেশনা বাস্তবায়ন হবে। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) বেবিচক এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানায়।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়যুক্তরাজ্য ব্যতিত ইউরোপিয়ান দেশসমূহ ও আরও ১২ টি দেশের ক্ষেত্রে এই সতর্কতা জারি থাকবে। ১২টি দেশের মধ্যে আর্জেন্টিনা, বাহরাইন,ব্রাজিল,চিলি,জর্ডান,কুয়েত,লেবানন,পেরু,কাতার,দক্ষিণ আফ্রিকা,তুরস্ক ও উরুগুয়ে রয়েছে। 

এতে আরও বলা হয়, এয়ারলাইন্সগুলো তালিকাভুক্ত ১২টি দেশের ট্রানজিট প্যাসেঞ্জারদের বহন করতে পারবেন তবে সংশ্লিষ্ট যাত্রীদেরকে ট্রানজিটের সময় বিমানবন্দরেই থাকতে হবে।

অন্যান্য যাত্রীদের ক্ষেত্রে ৭২ ঘণ্টা আগে করা করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং বাংলাদেশে আসার পর ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Link copied!