৫ ব্যাংকের প্রশ্নফাঁসের ঘটনায় আরও ১ জন গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২১, ০৯:০১ পিএম

৫ ব্যাংকের প্রশ্নফাঁসের ঘটনায় আরও ১ জন গ্রেপ্তার

বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হওয়া রাষ্ট্রায়ত্ত ৫টি ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের গোয়েন্দারা।

গ্রেপ্তার মো. মিজানুর রহমান মিজান। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহাদাত হোসেন সুমা বলেন, “গত ৬ নভেম্বর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুষ্ঠিত ৫টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড) ১ হাজার ৫১১টি 'অফিসার ক্যাশ' শূন্য পদের নিয়োগ পরীক্ষা ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটি ওই পরীক্ষাটি আহ্ছানল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে সম্পাদন করে।”

তিনি আরও বলেন, “ওই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সত্যতা পাওয়া গেলে ডিজিটাল নিরাপত্তা আইনসহ পাবলিক পরীক্ষা (অপরাধ) ১৯৮০ (সংশোধন-১৯৯২) আইনে মামলা রুজু হয়। ওই মামলায় ইতোপূর্বে ১৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।”

তিনি জানান, গ্রেফতার মো. জাহাঙ্গীর আলম জাহিদ ও মো. রবিউল ইসলাম ওরফে রবি স্বীকার করেন প্রশ্নফাঁসের ঘটনায় মো. মিজানুর রহমান মিজান জড়িত। সেই সূত্রে গত ২৬ ডিসেম্বর হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মিজানকে গ্রেপ্তার করা হয়।

Link copied!