৬ মাসের মধ্যে জাহাঙ্গীরের দুর্নীতির অনুসন্ধান শেষ করতে হবে, হাইকোর্টের নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৭:০৯ পিএম

৬ মাসের মধ্যে জাহাঙ্গীরের দুর্নীতির অনুসন্ধান শেষ করতে হবে, হাইকোর্টের নির্দেশ

গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ৬ মাসের মধ্যে অনুসন্ধান শেষ করে  দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার এক রিটের শুনানিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টে শুনানিতে এদিন রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। অন্যদিকে,  দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান ও অ্যাডভোকেট টাইটাস হিল্লোল রেমা।

এর আগে, গাজীপুরের স্থানীয় এক বাসিন্দার পক্ষে বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের দুর্নীতির তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী একরামুল হক টুটুল। রিটে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

উল্লেখ্য, ভুয়া টেন্ডার, আরএফকিউ, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগসহ নানাবিধ অভিযোগে ২০২১ সালের ২৫ নভেম্বর জাহাঙ্গীরকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে, তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। ২০২২ সালের জুনে জাহাঙ্গীর আলমের দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর জন্য দুদকের পক্ষ থেকে একটি অনুসন্ধান টিমও গঠন করা হয়। সম্প্রতি আওয়ামী লীগ তাকে ক্ষমা করায় পুনরায় মেয়র পদে ফেরার আশায় রয়েছেন গাজীপুরের এই বহিষ্কৃত এই মেয়র।

Link copied!