‘ঢাকায় বসে তারা বাকবাকুম করে, বন্যার্তদের পাশে থাকে না’

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২১, ২০২২, ০৯:৪২ পিএম

‘ঢাকায় বসে তারা বাকবাকুম করে, বন্যার্তদের পাশে থাকে না’

প্রাকৃতিক দুর্যোগের সময় বিএনপির নেতারা ঢাকায় বসে লম্বা লম্বা বক্তব্য দেন আর বাকবাকুম করেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। প্রাকৃতিক দুর্যোগে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে বলেও তিনি জানান।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সিলেট-সুনামগঞ্জ-নেত্রকোণায় বন্যাপ্লাবিত এলাকা পরিদর্শন শেষে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “প্রাকৃতিক দুর্যোগে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে।এটি আমাদের দলের একটি কালচার, একটা রীতি, কারণ রাজনীতি তো দেশ ও মানুষ সেবার জন্যই। আমরা যখন ক্ষমতায় ছিলাম না তখনও আমরা মানুষের পাশে ছিলাম।”

আওয়ামী লীগের নেতাকর্মীরা পানির মধ্যে থেকেও মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছে-উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং আমাদের দলীয় নেতাকর্মী সবাই সম্মিলিতভাবে বন্যার্ত মানুষকে উদ্ধার করা, খাবার পৌঁছানোর কাজগুলো করেছে।

বন্যা নিয়ে বিএনপির বিভিন্ন মন্তব্য বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রধানমন্ত্রী যখন সিলেটের মেয়রকে তার দলের কাছ থেকে কি পেয়েছে জিজ্ঞাসা করলেন, তিনি কিছু বলতে পারলেন না। কারণ তার দল বিএনপির পক্ষ থেকে কিছুই করা হয় নাই, তাদের নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।”

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, “ঢাকায় বসে বসে তারা (বিএনপি নেতারা) লম্বা লম্বা বক্তব্য দেয়, বাকবাকুম করে, ওখানে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা জানেই না যে, সিলেট অঞ্চলের সব মন্ত্রী এবং এমপি তাদের এলাকায় গেছেন। শুধু করোনাক্রান্ত বলে পরিকল্পনামন্ত্রী ঢাকায় রয়েছেন।”

বন্যা দুর্যোগের মধ্যেও সাংবাদিক নামধারী কেউ কেউ অপসাংবাদিকতায় লিপ্ত উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সাংবাদিক নামধারী কেউ কেউ ঢাকায় বসে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবে নানা ধরণের অপপ্রচার চালাচ্ছে। করোনার সময়, পদ্মা সেতুর ভিত্তিস্থাপন ও নির্মাণ কাজ শুরুর সময়েও এটি হয়েছে, এখনও হচ্ছে। বন্যাদুর্গত জনগণ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।”

এসময় তিনি মূলধারার গণমাধ্যমগুলোকে এ ধরণের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকারও আহবান জানান তথ্যমন্ত্রী।

Link copied!