‘তারেক-জোবাইদার সম্পত্তি ক্রোকের আদেশ প্রতিহিংসামূলক’

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৩, ০৪:২১ পিএম

‘তারেক-জোবাইদার সম্পত্তি ক্রোকের আদেশ প্রতিহিংসামূলক’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী  ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলার অভিযোগকে অবান্তর, ভিত্তিহীন, অমূলক এবং মামলার আদেশকে  প্রতিহিংসামূলক ও ফরমায়েশি বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। গত ৫ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দেওয়ার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আওয়ামী লীগ সরকার দমন নিপীড়ন চালিয়েও বিএনপির আন্দোলন ও জনস্রোত ঠেকাতে পারছে না উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হিরন্ময় নেতৃত্বে বর্তমানে ব্যর্থ, অযোগ্য, দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে দেশব্যাপী তীব্র গণ-আন্দোলন চলছে। ব্যাপক জনসম্পৃক্ত এই আন্দোলনে সরকার ভীত সন্ত্রস্ত হয়ে দমন করার জন্য গুলি করে আন্দোলনকারীদের হত্যা করছে। বাধা, প্রতিবন্ধকতা, গ্রেফতার মিথ্যা মামলা দিয়ে নিষ্ঠুর দমন নিপীড়ন চালিয়েও আন্দোলন নসাৎ করতে পারছে না, জনস্রোত ঠেকাতে পারছে না।”  

তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে ষড়যন্তমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে নেতা কর্মী ও জনসাধারণের মনোবল বিনষ্ট করতে সরকারের ইঙ্গিতে এই আদেশ দেয়া হয়েছে।”

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, “এই আদেশ ফরমায়েশী এবং প্রতিহিংসাপরায়ণ। বর্তমান ব্যর্থ, দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসার রাজনীতির কারণে সমাজ, রাষ্ট্র, রাজনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে।”

তিনি বলেন, “এই প্রতিহিংসাপরায়ণ রাজনীতির শিকার মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারস দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথা জিয়া পরিবার এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা।”

Link copied!