‘ধামাধরা পররাষ্ট্রমন্ত্রী দেশের ভাবমূর্তিকে নষ্ট করেছেন।’

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১০, ২০২২, ০২:৫৫ এএম

‘ধামাধরা পররাষ্ট্রমন্ত্রী দেশের ভাবমূর্তিকে নষ্ট করেছেন।’

বিদেশিদের কাছে ধরনা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

খন্দকার মোশাররফ হোসেন বলেন, “পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা গিয়ে তাঁবেদারি করছেন। এমনকি সে নিজে এমন জায়গায় নিজেকে নামিয়েছেন যে, যখন নাকি তার কোনো আশ্রয়ের জায়গা ছিল না, খাওয়ার ছিল না, তখন আমেরিকা আশ্রয় দিয়েছে। এরকম একজন ধামাধরা পররাষ্ট্রমন্ত্রী; তিনি আমেরিকা গিয়ে অনুরোধ করে ধরনা দিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করেছেন।”

তিনি বলেন,  “আমেরিকা গিয়ে পররাষ্ট্রমন্ত্রীর ধরনা দেওয়া- এতে করে প্রমাণিত সরকার কী পরিমাণ দুর্বল হয়ে পড়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে না। দেশে জনগণের আস্থা নেই।“

পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, “আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশ আজকে ধিক্কৃত। কেননা বাংলাদেশে মানবাধিকার নাই। সেজন্য র‌্যাবসহ বিভিন্ন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এখানে সংশোধনের চেষ্টা না করে ওই পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা গিয়ে তাঁবেদারি করছেন।”

এর আগে, সিলেট জেলা শাখা বিএনপির নবনির্বাচিত নেতাদের নিয়ে সেখানে যান এবং প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

Link copied!