‘শ্বাসমূলে’র উদ্যোগে চলছে লোকজীবনভিত্তিক শিল্পচর্চা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৪, ২০২২, ০৯:৫৭ পিএম

‘শ্বাসমূলে’র উদ্যোগে চলছে লোকজীবনভিত্তিক শিল্পচর্চা

শিল্প সংগঠন ‘শ্বাসমূল’ এর আয়োজনে লোকজীবনভিত্তিক শিল্পচর্চার আয়োজন করা হয়েছে। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনকে শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলার উদ্দেশে শিল্পীরা একত্রিত হয়েছেন। এবারের আয়োজন চলবে ২১ থেকে ২৭ মে পর্যন্ত, খুলনা জেলার দাকোপের চান্নির চক গ্রামে।



‘প্রকৃতি পাঠ ও নির্মিতি’ (অধ্যায়-৩) শিরোনামে অনুষ্ঠিত এবারের আয়োজনের কিউরেটর শিল্পী খন্দকার নাছির আহাম্মদ।

বঙ্গীয় শিল্পের মৌলকত্ব অনুসন্ধান ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্নয়ে শিল্পীরা একত্রিত হয়ে প্রাকৃতিক উপাদানের মাধ্যমে শিল্প নির্মাণ করেছেন। রাজনগর চান্নির চক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একদিনের শিল্প কর্মশালার উদ্যোগ নিয়েছেন তারা।



প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে ২৭ মে, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

Link copied!